শীতে গিজার ব্যবহার: বিদ্যুৎ বিল বাঁচানোর ব্রেকিং নিউজ
শীত এলেই অনেকের গোসল মানে যুদ্ধ। আর সেই যুদ্ধে আমাদের অস্ত্র—গিজার। বাসাবাড়ির এই দাপুটে যন্ত্র জীবনকে অনেক সহজ করে দিলেও বিদ্যুৎ বিল দেখে মাঝে মাঝে মনেই হয়, গোসল না করলেই ভাল ছিল। তাই সাধারণ মানুষের সেবায় আজ আমরা নিয়ে এসেছি, কীভাবে গিজার ব্যবহার করে বিদ্যুৎ বিল কমানো যায়—তার এক বিশেষ রিপোর্ট।
১. গিজার Always On থাকলে বিদ্যুৎ বিল On Fire
শুনে অবাক লাগলেও সত্যি, গিজারকে সারাদিন চালু রাখলে শুধু পানি নয়, আপনার রাগও ফুটবে। কারণ বিদ্যুৎ বিল দেখে মাথা গরম হবে নিশ্চিত। তাই প্রয়োজনের সময় গিজার চালু করুন, পানি গরম হলেই বন্ধ করুন। বিশেষ করে পুরোনো গিজার হলে বেশি সতর্ক থাকুন। এগুলো অটো-কাট সিস্টেমকে এখনো বিজ্ঞান কল্পকাহিনি ভাবে।
২. প্রত্যেকবার গিজার চালু? আগে পরীক্ষা করে দেখুন
গোসলের আগে ট্যাপ খুলে দেখুন, হয়তো আগের কেউ গরম পানি রেখে গেছে। পানি তো আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না। এই ব্যবস্থায় শুধু বিদ্যুৎ সাশ্রয় হবে না, আপনি হয়ে উঠবেন পরিবারের গিজার বিশেষজ্ঞ। সবাই আপনাকে ধন্যবাদ দেবে না হয়তো, কিন্তু বিদ্যুৎ বিল কমে গেলে খুশি হবেন অবশ্যই।
৩. থার্মোস্ট্যাট সেটিং: বিল কমানোর গোপন কোড
গিজারের থার্মোস্ট্যাট ৫০-৬০ ডিগ্রি সেলসিয়াসে সেট করুন। এটাই আদর্শ তাপমাত্রা যাতে পানি যথেষ্ট গরম হয়, কিন্তু বিল অতিরিক্ত নয়। তাপমাত্রা যত বেশি, বিল তত বেশি—এই সহজ অংকটা মাথায় রাখলেই সমস্যার সমাধান।
৪. পুরোনো গিজার দিয়ে নয়, নতুন গিজার দিয়ে নতুন শুরু
যদি গিজারটা আপনার নানার আমলের হয়, তাহলে বদলে নিন। নতুন ৫-স্টার রেটিং গিজার কিনুন। কারণ এগুলো বিদ্যুৎ খরচ কমায়, অটো কাট সুবিধা দেয় এবং আপনাকে বিলের ভয় দেখায় না। প্রযুক্তি যখন উন্নত, তখন আপনার গিজার কেন থাকবে অতীতে?

0 Comments